দেশ প্রতিক্ষণ, বরিশাল: বরিশাল জেলায় নতুন করে ৯ জন সদস্যসহ আরও ২২ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট ২৩০ জন করোনা আক্রান্ত হয়েছে। এ জেলায় আজ কোন করোনা সুস্থতা লাভ করেনি। শুক্রবার (২৯ মে) রাতে বরিশাল জেলা প্রশাসনের সূত্র এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

আরও পড়ুন…….

করোনা ভাইরাসের ‘হটস্পট’ ঢাকা নগরী, ১৫ হাজার ৫৫৩ জন শনাক্ত 

করোনা টেস্টে বাড়তি টাকা নিচ্ছে স্কয়ার ও মর্ডান হাসপাতাল 

ছয় ইস্যুতে ভারতের প্রতি চড়াও চীন 

আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, নগরীর চাঁদমারী এলাকার ৩ জন, রুপাতলী এলাকার ২ জন, আলেকান্দা, আমতলা, ভাটিখানা, নাজির মহল্লা প্রত্যেক এলাকার ১ জন করে ৪ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৯ জন সদস্য ও ১ জন পরিবারের সদস্যসহ মোট ২২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন…….

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ২২ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে। এবং তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। আক্রান্তরা কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তাও চিহ্নিত করার কাজ চলছে।