দেশ প্রতিক্ষণ, ঢাকা: ডিএসইতে লেনদেন খরা হলেও ব্লক মার্কেটে লেনদেনের একের পর এক চমক চলছে। কোম্পানিগুলো মুল মার্কেটে লেনদেন না হলেও ব্লক মার্কেটে লেনদেন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ২৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৯ লাখ ১৭ হাজার ৪০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৬৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন…….

সিএসইর করমুক্ত লভ্যাংশের সীমা এক লাখ টাকা করার দাবি 

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ৫ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা ১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও পড়ুন…….

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ ইস্যুতে হার্ডলাইনে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি 

ব্যাংকের ডিভিডেন্ড ৩ সেপ্টেম্বরের আগেই বিতরণ করা যাবে 

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, আর্গন ডেনিমস, ব্যাংক এশিয়া, ব্রাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ডাচ-বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, ফরচুন সুজ, গ্লাক্সোস্মিথক্লাইন, গ্রামীণফোন, আইএফআইসি, জেএমআই সিরিঞ্জ, কেপিসিএল, লিগ্যাসি ফুটওয়্যার, লাফার্জহোলসিম, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এম.এল ডাইং, ওরিয়ন ইনফিউশন, প্রিমিয়ার ব্যাংক, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, উত্তরা ব্যাংক ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও ইয়াকিন পলিমার লিমিটেড।