দেশ প্রতিক্ষণ, ঢাকা: ওষুধ ও রসায়ন খাতের ইপিএসের ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। আজ এ খাতের শেয়ারে ভর করে পুঁজিবাজারে চাঙ্গাভাব দেখা গেছে। করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিন বন্ধের পর গত ২৬ কার্যদিবসের মধ্যে আজ মুল মার্কেটে লেনদেন বেড়েছে। ফ্লোর প্রাইসের মধ্যে দর পরিবর্তন হওয়া কোম্পানির সংখ্যাও বেড়েছে।

রও পড়ুন…

বাজার হঠাৎ চাঙ্গাভাবের নেপথ্যে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর ইপিএস ঘোষণার বড় প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি সম্প্রতি তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ পরিচালককে দুই শতাংশ ন্যূনতম শেয়ার ধারণ করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি যে কঠোর অবস্থান নিয়েছে, তার প্রতিফলন বীমা খাতে পড়েছে। ন্যূনতম শেয়ার না থাকা পরিচালকদের বড় অংশই বীমা খাতের।

রও পড়ুন…

এন-৯৫ মাস্ক কেলেঙ্কারির অভিযোগে দেশজুড়ে আলোচনায় জেএমআই রাজ্জাক

এছাড়া মঙ্গলবার বিদেশি বিনিয়োগনীতি শিথিল করে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনও পুঁজিবাজারে প্রভাব ফেলছে। এখন থেকে বিদেশি প্রতিষ্ঠানগুলো চাইলে লভ্যাংশের অর্থ বাইরে না পাঠিয়ে বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব খুলে সেখানে রাখতে পারবে। এফসি হিসাবে রাখা এই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে। এদিকে বুধবারের মতো বৃহস্পতিবারও (০৯ জুলাই) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোরমধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১.৫৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৩২ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১১.৮৬ পয়েন্ট এবং সিডিএসইটি ৫.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৩৮.৯৬ পয়েন্টে, ১৩৬৯.৩৬ পয়েন্টে এবং ৮০৬.১০ পয়েন্টে। ডিএসইতে আজ ৩৪৭কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৬ কোটি ৪২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির বা ২৯.৫১ শতাংশের, শেয়ার দর কমেছে ৪৫টির বা ১২.৮৯ শতাংশের এবং ২০১টির বা ৫৭.৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯১.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৪০.৬১ পয়েন্টে। সিএসইতে আজ ১৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির দর বেড়েছে, কমেছে ২৭টির আর ১১০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।