দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির মুনাফায় ধস নেমেছে। আজ বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রও পড়ুন…

বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করবে ডিএসই 

আলোচিত প্রান্তিকে বার্জার পেইন্টসের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে যা ১১ টাকা ১২ পয়সা ছিল। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১০ টাকা ৩৪পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২০ টাকা ৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়ায় ২০৬ টাকা ৫২ পয়সা। গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়ায় ২০৬ টাকা ৫২ পয়সা।