দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার উত্থান প্রবণতায় লেনদেন শুরু হয় উভয় পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যেই ১০ কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে উঠে যায়। কোম্পানিগুলোর মধ্যে জেড গ্রুপের শেয়ারই রয়েছে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রও পড়ুন…

সিকিউরিটিজ আইন পরিপালনে ডিএসইর দক্ষতা নিয়ে প্রশ্ন!

সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, ইউনিয়ন ক্যাপিটেল, ডেল্টা স্পিনিং, ফারইস্ট নিটিং, বিডি থাই, ইউনাইটেড এয়ার ও নর্দার্ন জুটের শেয়ার।

রও পড়ুন…

কোম্পানিগুলোর মধ্যে সবগুলোর শেয়ারই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে উঠে হল্টেড হয়ে যায়। তবে কিছুক্ষণ পর ডেল্টা স্পিনিং, ফারইস্ট নিটিং, বিডি থাই ও নর্দার্ন জুটের শেয়ার স্বাভাবিক লেনদেনে ফিরে আসে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোম্পানিগুলোর মধ্যে হল্টেড থাকে ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং ও ইউনিয়ন ক্যাপিটেলের শেয়ার। এ সময়ে কোম্পানিগুলোর দর বেড়েছে ৯ শতাংশের বেশি।