দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের বড় উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। আজ সূচকের সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার সংশিষ্টরা বলছেন, এটি সাম্প্রতিককালে ব্যাংক খাতে নতুন রেকর্ড।

রও পড়ুন…

পুঁজিবাজারের টাকা নিয়ে পালানোর দিন শেষ: বিএসইসি চেয়ারম্যান

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের শুরু থেকে বিনিয়োগকারীরা ব্যাংক খাতের শেয়ারে বাই মুডে ছিলেন। ফলে দিনের প্রথমভঅগ থেকেই এখাতের কোম্পানিগুলোর শেয়ার দরে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়। এখাতের কোম্পানিগুলোর লেনদেনও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ডিএসইতে

আজ এখাতের লেনদেন ছিল দ্বিতীয় সর্বোচ্চ ১৪.১৭ শতাংশ। এর আগে ব্যাংক খাতের লেনদেন ৭ শতাংশের বেশি উঠতে দেখা যায়নি।
আজ ব্যাংক খাতে সবচেয়ে বেশি দর বেড়েছে সিটি ব্যাংকের। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ। এটি লেনদেনের শেষভাগে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। আজ সিটি ব্যাংক ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় শীর্ষ স্থান দখল করেছে। দর বৃদ্ধির দ্বিতীয় অবস্থানে ছিল এবি ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯০ শতাংশ। এটিও লেনদেনের শেষভাগে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল।

৯.৭৫ শতাংশ দর বৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে ছিল রূপালী ব্যাংক। এটিও বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ছিল। এরপর দর বেড়েছে ইসলামী ব্যাংকের ৮.৮০ শতাংশ, আইসিব ইসলামী ব্যাংকের ৭.৬৯ শতাংশ, ব্যাংক এশিয়ার ৭.২৬ শতাংশ, আইএফআইসির ৭.১৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৫.৭৪ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৫.৩৩ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৫.৩০ শতাংশ, যমুনা ব্যাংকের ৫.১৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪.৭৬ শতাংশ,

ওয়ান ব্যাংকের ৪.৬৭ শতাংশ, এসআইবিএলের ৪.৫৮ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৪.৫৫ শতাংশ, এক্সিম ব্যাংকের ৩.৬৭ শতাংশ, ঢাকা ব্যাংকের ৩.২০ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৩.১৮ শতাংশ, ডাচ বাংলার ৩.১৬ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৩.১১ শতাংশ, এনসিসির ২.৯৪ শতাংশ, শাহজালাল ব্যাংকের ২.৭৫ শতাংশ, উত্তরা ব্যাংকের ২.৫১ শতাংশ, আল-আরাফা ব্যাংকের ২.৩০ শতাংশ, ইস্টার্ন ব্যাংকের ১.৩৭ শতাংশ, পূবালী ব্যাংকের ১.২৪ শতাংশ, এমটিবির ১.২৪ শতাংশ এবং ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ১.২১ শতাংশ ।