দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) এবং দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রও পড়ুন…

এক্সপ্রেস ইন্স্যুরেন্সে নিয়ে নতুন রেকর্ড বিএসইসি’র

জানা যায়, প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৭৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২.৯৩ টাকা। এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২.১১ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬০ টাকা নেগেটিভ।

অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৩৮ টাকা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি লোকসান ছিল ০.৫২ টাকা।

এদিকে ছয় মাসে (জানুয়ারি-জুন’২০) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.১১ টাকা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি লোকসান ছিল ৩.৪৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৭ টাকা নেগেটিভ এবং ৩০ জুন, ২০২০ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১.৭৪ টাকা।