দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের ইতিহাসে নতুন রেকর্ড করতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। সদস্য তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানির লভ্যাংশ না দেওয়া নিয়ে এই রেকর্ড করতে চলেছে বিএসইসি।

রও পড়ুন…

এক্সপ্রেস ইন্স্যুরেন্সে নিয়ে নতুন রেকর্ড বিএসইসি’র

ডিএসই সূত্র মতে, গত ২৪ আগস্ট পুঁজিবাজারে লেনদেন শুরু হয় এক্সপ্রেস ইন্স্যুরেন্সের। তালিকাভুক্তির পর প্রথম পর্ষদ সভা গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। সভায় এই সময়ের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি পর্ষদ।

পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরকে ঠকানো হয়েছে বলে বিভিন্ন গনমাধ্যমে প্রতিবেদন ছাপানো হয়। বিষয়টি নজরে আসে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির। তলব করা হয় কোম্পানি কর্তৃপক্ষকে। সকালেই কমিশনে হাজির হন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, কয়েকজন পরিচালকসহ কোম্পানি সচিব। দীর্ঘ আলোচনা হয় বিএসইসি ও কোম্পানির সাথে।

বৈঠক সূত্র মতে, পর্ষদ সভার সিদ্ধান্ত এখন আর বদলানোর সুযোগ নেই। তাই তারা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিতে চায়। এ জন্য কোম্পানিকে একটি অডিট ফার্ম নিয়োগ দিতে বলেছে কমিশন। নিরীক্ষা প্রতিবেদনের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কোম্পানির পর্ষদ। সূত্র জানায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর প্রান্তিক শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এটি চুড়ান্তভাবে আলোর মুখ দেখলে পুঁজিবাজারের ইতিহাসে আরও একটি রেকর্ড হবে। এর আগে কখনো এই কাজ হয়নি।

বিএসইসির নির্বাহি পরিচালক (চলতি দায়িত্ব) ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ‘নো’ ডিভিডেন্ড সংক্রান্ত মূল্য সংবেদনশীল সংক্রান্ত প্রকাশিত তথ্যটি কমিশনের দৃষ্টিগোচর হয়। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ লঙ্ঘিত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। এর আলোকে কমিশন আজ মঙ্গলবার এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করে। সভায় ‘নো’ ডিভিডেন্ডের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

এ বিষয়ে কোম্পানি সচিব লিয়াকত আলী খান বলেন, বিএসইসি ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। খুব শিগগির বিনিয়োগকারীদের জন্য সুখবর আসতে পারে।

প্রসঙ্গত,৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৭২ পয়সা।