দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ারের দর বৃদ্ধির শীর্ষ দশে উঠে আসা কোম্পানি গুলোর মধ্যে প্রথম পাঁচটি সহ মোট আটটিই রয়েছে ইন্সুরেন্স কোম্পানি। এর মধ্যে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রও পড়ুন…

ডিসিশন মেকার’কে বিলুপ্ত করতে বিটিআরসিকে চিঠি

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৪১ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৯ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৪০ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৯৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৭৫ লাখ ৭৪ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে নিটল জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেঢের দর বেড়েছে ৩৪ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৯০ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১ দশমিক ৫৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২৭ দশমিক ৮৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফাষ্ট মিউচুয়াল ফান্ডের ২৫ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ২৪ দশমিক ৪০ শতাংশ, ফাষ্ট বাংলাদেশ ফিক্সেড ইনকাম ফান্ডের ২৪ দশমিক ৩৯ শতাংশ, ফারইস্ট ইসলামী লঅইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২২ দশমিক ৭১ শতাংশ এবং ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ২২ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।