দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৮টির বা ৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্য থেকে ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় রাজত্ব দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ড। তবে দীর্ঘদিন পর বীমা খাতকে টপকিয়ে মিউচ্যুয়াল ফান্ডের রাজত্ব দেখা গেছে।

রও পড়ুন..

পুঁজিবাজারে আসছে খ্যাতনামা নির্মাণকারী কোম্পানী মীর আক্তার

জানা গেছে, ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় ১০টির মধ্যে ৬টি বা ৬০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড উঠে আসে। ডিএসইর টপটেন গেইনার তালিকায় উঠে আসা মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের। এ ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২৮.৫৭ শতাংশ।

গত সপ্তাহে গেইনারের টপটেনে উঠে আসা অন্য ফান্ডের মধ্যে- পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৮.৩০ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৬.৩২ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২৫.৪৫ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২১.৪৩ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১৯.৬৪ শতাংশ দর বেড়েছে।