দেশ প্রতিক্ষণ, ঢাকা: মহামারি করোনাভাইরাসের কারণে চলতি ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষ‍া হবে না। এছাড়া জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের গড় করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ডিসেম্বরে।

এমনকি এ বছর আলাদাভাবে না নিয়ে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (৭ অক্টোবর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

এই প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন,আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে সমন্বিত পদ্ধতিতে এবার সকল ধরনের পরীক্ষা নিতে পারবো। সেটা গুচ্ছ পদ্ধতিতে কীভাবে হবে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে করা হবে। তখনকার করোনা মহামারি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে এখনও তিন মাস সময় রয়েছে।