দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ৫৬ দশমিক ৯০ শতাংশ ২০২ কোম্পানির শেয়ার দর কমেছে। বেড়েছে ২৯ দশমিক ৯০ শতাংশ বা ১০৬ কোম্পানির শেয়ার দর। অপরিবর্তীত রয়েছে ১৩ দমমিক ২০ শতাংশ বা ৪৭টি কোম্পানির শেয়ার দর। বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

রও পড়ুন..

পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড তার গৌরব হারিয়েছে: সাইফুর রহমান

বিশ্লেষণে দেখা গেছে, লেনদেন শেষে ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৬৯ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৯৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৯৪ কোটি ৮৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮৮ কোটি ৭০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮০টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।