দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫শতাংশ বোনাস। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রও পড়ুন..

পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড তার গৌরব হারিয়েছে: সাইফুর রহমান

আজ বৃহস্পতিবার (০৮অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস (ডাইলুটেড) দাঁড়িয়েছে ৭০ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর। গত বছর কোম্পানিটি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ছিল ৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস শেয়ার।