দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬৩টি কোম্পানির মধ্যে গত সপ্তাহের আগের সপ্তাহে ১৬টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে ছিল। তার মধ্যে বিদায়ী সপ্তাহে ১টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করেছে। অন্যদিকে, বিদায়ী সপ্তাহে আরও ৮টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে ফিরে এসেছে। বর্তমানে ফ্লোর প্রাইসে অবস্থান করা কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ২৩টিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রও পড়ুন..

৬২ পরিচালক মারা গেলেও ওয়েবসাইটে তাদের রিপ্লেসমেন্ট নেই: শেখ সামসুদ্দিন

সূত্র জানায়, বিদায়ী সপ্তাহে ফ্লোর প্রাইসে ফিরে আসা ৮ কোম্পানি হলো-এডভেন্ট ফার্মা, এ্যাপেক্স ফুড, এ্যাপেক্স ট্যানারি, বাটা সু, ফার কেমিক্যাল, জেএমআই সিরিঞ্জ, প্রিমিয়ার সিমেন্ট ও সোনালী পেপার লিমিটেড। এদিকে, আগের সপ্তাহে ফ্লোর প্রাইসে থাকা ১৬ কোম্পানির মধ্যে মেট্রো স্পিনিং লিমিটেড ফ্লোর প্রাইস অতিক্রম করেছে। কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ৮.৫০ টাকা অতিক্রম করে বর্তমানে ৮.৮০ টাকায় লেনদেন হচ্ছে।

আগের সপ্তাহে ফ্লোর প্রাইসে থাকা বাকি ১৫টি কোম্পানি হলো-আমান ফিড, এ্যাপেক্স স্পিনিং, বিডি সার্ভিস, ডেল্টা ব্র্যাক হাউজিং, কোহিনুর কেমিক্যাল, খুলনা পেপার এন্ড প্রিন্টিং (কেপিপিএল), এমএল ডাইং, পিপলস লিজিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মিচুউয়াল, ট্রাস্ট ব্যাংক (এমটিবি), সী পার্ল রিসোর্ট, এসকে ট্রিমস, সায়হাম কটন, সুহ্নদ ইন্ডাষ্ট্রিজ ও স্ট্যান্ডার্ঢ সিরামিক লিমিটেড। কোম্পানিগুলো মধ্যে পিপলস লিজিংয়ের লেনদেন স্থগিত রেখেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আর বিডি সার্ভিসের শেয়ার কয়েক বছর ধরে লেনদেন বন্ধ রয়েছে শেয়ারহোল্ডারদের অনাগ্রহের কারণে।