দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে বর্তমানে কিছুটা মন্দা অবস্থায় বিরাজ করছে। সূচক একদিন বাড়ে তো দুইদিন কমে। অবস্থাটা এমন হয়েছে যে, এক-পা এগোয় তো তিন পা পিছিয়ে যায় বাজার। এ মন্দা পরিস্থিতে কমছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। যতটুকু সূচক বাড়ছে তার চেয়ে বেশি কমে যায়। এমন পরিস্থিতিতে রোববার চাঙ্গা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাত।

রও পড়ুন..

পুঁজিবাজারে ব্যাংকের বিশেষ তহবিলে ৯ মাসে বিনিয়োগ ২৬.৫ শতাংশ

আজ শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে বীমা খাতের ৬৮ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর বেড়েছে। রোববার বীমা খাতে থাকা ৪৮ কোম্পানির মধ্যে ১৫ কোম্পানির শেয়ার দর বাদে বাকী সব কোম্পানির শেয়ার দরে গ্রীন সিগন্যাল দেখা গেছে। আর টপটেন গেইনারের ৭০ শতাংশ স্থান দখর করে রেখেছে বীমা খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। অন্যান্য খাতগুলোতে ব্যাপক দর পতন থাকলেও এ খাতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরে ইতিবাচক প্রভাব দেখা গেছে। এছাড়াও বাকী ১৫টি কোম্পানির মধ্যে শেয়ার দর কমেছে ১১টির, অপরিবর্তিত রয়েছে ৪টির।

বিশ্লেষণে দেখা যায়, বীমা খাতে থাকা ৪৮ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার দর আজ ৯.৯১ শতাংশ বা ৬.৩০ টাকা বেড়ে টপটেন গেইনারের শীর্ষে অবস্থান করে। এরপরের অবস্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.১০ টাকা। আর তৃতীয় স্থানে রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।

আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বেড়েছে। ছাড়াও অগ্রনী ইন্স্যুরেন্সর শেয়ার দর বেড়েছে ০.৪০ টাকা, এশিয়া ইন্স্যুরেন্সর ১.৯০ টাকা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সর ২.৩০ টাকা, বিজিআইসির ৩.৬০ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩.৫০ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২.৫০ টাকা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সর ৩.৫০ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সর ২.৯০ টাকা, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১.৬০ টাকা, ফারইস্ট লাইফের ২.৫০ টাকা, ফেডারেল ইন্স্যুরেন্সের ২.৩০ টাকা, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১.১০ টাকা, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ৩.৫০ টাকা।

জনতা ইন্স্যুরেন্সের ১.৮০ টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১.৪০ টাকা, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সর ১.৯০ টাকা, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের ১.৫০ টাকা, পিপলস ইন্স্যুরেন্সর ১.৩০ টাকা, ফিনিক্স ইন্স্যুরেন্সের ২.৯০ টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্সর ০.১০ টাকা, প্রাইম ইন্স্যুরেন্সের ২.১০ টাকা, প্রাইম লাইফের ৪.১০ টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ০.২০ টাকা, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২.৫০ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২.২০ টাকা, রূপালী ইন্স্যুরেন্সের ২.৬০ টাকা, সন্ধানী ইন্স্যুরেন্সের ১.৫০ টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ০.৪০ টাকা, সান লাইফ ইন্স্যুরেন্সের ০.৯০ টাকা এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ০.৫০ টাকা বেড়েছে।

এদিকে, আজ শেয়ার দর কমেছে ঢাকা ইন্স্যুরেন্সের ০.৩০ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১.৪০ টাকা, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৪.৩০ টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ০.৬০ টাকা, ইসলামী ইন্স্যুরেন্সের ১.২০ টাকা, নিটল ইন্স্যুরেন্সের ১.৮০ টাকা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ০.১০ টাকা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ০.৭০ টাকা, প্রগতী ইন্স্যুরেন্সের ২.০০ টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ০.১০ টাকা এবং সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ০.২০ টাকা। অন্যদিকে, শেয়ার দর অপরিবর্তীত রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন।