দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানির সাড়ে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রও পড়ুন..

পুঁজিবাজারে ব্যাংকের বিশেষ তহবিলে ৯ মাসে বিনিয়োগ ২৬.৫ শতাংশ

জানা গেছে, কোম্পানিগুলোর ৫৫ লাখ ১২ হাজার ৯৭১টি শেয়ার ৭২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৫০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকার প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৬ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।

এছাড়া সিমটেক্সের ৫ লাখ ৬ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ১১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৩ লাখ টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬ লাখ ৭৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২০ লাখ ১ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫ লাখ ১০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১১ লাখ ৪২ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১ লাখ ৩৮ হাজার টাকার,

খুলনা প্রিন্টিংয়ের ৭ লাখ ৯৫ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ১৩ লাখ টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ৪০ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩৫ লাখ টাকার, ড্রাগন সোয়েটারের ৩৬ লাখ ৩৮ হাজার টাকার, ডিবিএইচের ৬১ লাখ ২৬ হাজার টাকার,

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪১ লাখ ৮০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৮ লাখ ৩৮ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১ লাখ ১১ হাজার টাকার এবং অ্যাডভেন্ট ফার্মার ১০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।