দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইর দুই মেয়াদের সাবেক প্রেসিডেন্ট মোঃ শাহিক খান করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন৷ তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন৷ উল্লেখ্য, নরসিংদি জেলার পরিচিত খান বাহাদুর পরিবারের কনিষ্ঠ পুত্র মোঃ শাহিক খান দেশের পুঁজিবাজারের এক পরিচিত ব্যক্তিত্ব৷

যিনি ১৯৮০ সালের ২৬ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য পদ লাভ করেন৷ পুঁজিবাজারের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ শহিক খান ফেব্রুয়ারী ২০০৫ সাল থেকে ফেব্রুয়ারী ২০০৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন এবং মার্চ ২০০০ থেকে মার্চ ২০০২ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন৷

তার আগে তিনি ১৯৮৭ সালের জানুয়ারী থেকে ১৯৮৯ সালের ডিসেম্বর, ১৯৯৩ সালের অক্টোবর থেকে ১৯৯৫ সালের ডিসেম্বর পর্যন্ত কাউন্সিলর, ১৯৯৫ সালের ডিসেম্বর থেকে ১৯৯৭ সালের ডিসেম্বর পর্যন্ত অবৈতনিক জেনারেল সেক্রেটারী, ১৯৯৭ সালের ডিসেম্বর থেকে ২০০০ সালের মার্চ পর্যন্ত ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন৷

সর্বশেষ তিনি মার্চ ২০০৪ সাল থেকে ২০০৫ সালের ফেব্রুয়ারী এবং ফেব্রুয়ারী ২০০৬ সাল থেকে ২০০৭ সালের মার্চ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন৷