দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ শনিবার (২৪ অক্টোবর) কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর আগের বছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।

কোম্পানির তথ্য মতে, সামাপ্ত অর্থবছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে৯০ পয়সা। এর আগের বছর ইপিএস ছিলো ১ টাকা ২৯ পয়সা। ৩০ জুন ২০২০ পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬৩ পয়াসা। এর আগের বছর এনএভি ছিলো ৩৫ টাকা ৩৭ পয়সা।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। ডিজিটাল প্লাটফর্মে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। এইলক্ষ্যে রেকর্ড ডেট ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।