দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মধ্যে ৩টি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করছে। কোম্পানিগুলো হলো: অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ আর ৮ শতাংশ বোনাস লভ্যাংশ।

আজ বুধবার (০৪ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা।

শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ২৫ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদন উপলক্ষে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ অ্যাসোসিয়েট অক্সিজেন, লভ্যাংশ য়েছে আগামী ২৫ নভেম্বর।

সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ২৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

সিভিও পেট্রোক্যামিক্যাল লিমিটেড : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোক্যামিক্যাল লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

ইন্টারন্যাশনাল লিজিং ও ফাইন্যান্স সার্ভিসেস: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং ও ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ২০১৯, সমাপ্ত অর্থবছরের শেয়ার হোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১২৬ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৫১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১১৩ টাকা ৬৩ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৯ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।