দেশ প্রতিক্ষণ, ঢাকা: চলতি নভেম্বর মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে: ইস্টার্ন হাউজিং লিমিটেড: কোম্পানিটির এজিএম চলতি মাসের ৫ তারিখ সকাল ১০ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল: কোম্পানিটির এজিএম চলতি মাসের ১২ তারিখ সকাল ৯ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৩৮.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড: কোম্পানিটির এজিএম চলতি মাসের ১২ তারিখ সকাল ১১ টা ১৫ মিনিটে এবং ইজিএম সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

আইএফআইসি ব্যাংক: কোম্পানিটির রাইট সংক্রান্ত ইজিএম চলতি মাসের ১২ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সিটি ব্যাংক লিমিটেড: কোম্পানিটির ইজিএম চলতি মাসের ১৭ তারিখ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। বারাকা পাওয়ার লিমিটেড: কোম্পানিটির ইজিএম চলতি মাসের ১৯ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

কেডিএস এক্সেসরিজ লিমিটেড: কোম্পানিটির এজিএম চলতি মাসের ১৯ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির এজিএম চলতি মাসের ১৯ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৩ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

এপেক্স ট্যানারি লিমিটেড: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৫ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

জনতা ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৬ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৬ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। সিঙ্গার বাংলাদেশ: কোম্পানিটির ইজিএম চলতি মাসের ২৬ তারিখ দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।

বিডি থাই এলুমিনিয়াম: কোম্পানিটির এজিএম চলতি মাসের ২৯ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।