দেশ প্রতিক্ষণ, ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১০ নভেম্বর, সকাল ১০টা থেকে। যা চলবে ১৬ নভেম্বর, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪১তম নিয়মিত সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি পুঁজিবাজারে ও এফডিআর এ বিনিয়োগ করবে ও আইপিও খরচ পরিচালনা করা হবে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১৯৯৯ সালের ১১ নভেম্বর ব্যবসায়িক নিবন্ধন পেয়ে ২০০০ সালের ১২ জুন কার্যক্রম শুরু করে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ২৪ কোটি টাকা। কোম্পানিটি ২০১৭ সাল মুনাফা করেছে ৬২ কোটি ২৮ লাখ। ২০১৮ সাল মুনাফা করেছে ৬২ কোটি ৩৪ লাখ। ২০১৯ সাল মুনাফা করেছে ৭০ কোটি ১৬ লাখ। ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।