দেশ প্রতিক্ষণ, ঢাকা : পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বিএসইসি দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধিতে ইনসাইডার ট্রেডিংসহ অন্যান্য কারণ খতিয়ে দেখে প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন। আজ সোমবার বিএসইসির সহকারী পরিচালক নান্নু ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, একটানা দর বৃদ্ধির বিষয়টি বিএসইসির নজরে আসায় কোম্পানিটির বিরুদ্ধে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালক শেখ মাহবুবুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন, সংস্থাটির সহকারী পরিচালক ওয়ারিসুল হাসান রিফাত। লেনদেনে শুরুর পর থেকেই অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেডের শেয়ার দর দিনদিন বাড়তেই থাকে। গত ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৫ টাকা ২০ পয়সা বা ২৩৫ শতাংশ। কারসাজির মাধ্যমে প্রতিষ্ঠানটির শেয়ার দর বাড়ানো হচ্ছে বলে ধারনা করছেন বাজার সংশ্লিষ্টরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত মাস অর্থাৎ অক্টোবরের ২৫ তারিখ থেকে কোম্পানিটি ডিএসইতে লেনদেন শুরু করে। লেনদেন শুরুর দিন কোম্পানিটির দর ছিলো ১৫ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে কোম্পানিটি সর্বশেষ ৫০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। অর্থাৎ আলোচ্য সময়ে দর বেড়েছে ২৩৫ শতাংশ।

এদিকে, গত বুধবার কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ এবং ৮ শতাংশ বোনাস।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৫ পয়সা।