দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৬টি ফান্ড জুলাই-সেপ্টেম্বর’২০ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ৩১টি ফান্ড মুনাফায় রয়েছে এবং ৫টি ফান্ড লোকসানে চলে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, মুনাফায় থাকা ৩১টি ফান্ডের মধ্যে ১৬টি ফান্ড আয়ে চমক দেখিয়েছে। ফান্ডগুলো হলো-গ্রামীনটু, রিলায়েন্সওয়ান, ভিএএমএলআরবি, এবিবিফাস্ট, এনএলআইফাস্ট, আইএফআইসিফাস্ট, ট্রাস্টব্যাংকফাস্ট, ইবিএলএনআরবি, ইবিএলফাস্ট, ফাস্ট জনতা, এসইএমআইবিবিএল, পিএইচপিফাস্ট, এফবিএফআইএফ, পপুলারফাস্ট, এসইএমএলএলইসি এবং এক্সিমফাস্ট।

ফান্ডগুলোর মধ্যে আয়ে বেশি চমক দেখিয়েছে গ্রামীনটু। জুলাই-সেপ্টেম্বর’২০ প্রান্তিকে গ্রামীনটুর ইউনিট প্রতি আয় হয়েছে ৩.০৭ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০.২০ টাকা। ফান্ডটির আয় বেড়েছে ১৪১০ শতাংশ।

আয় বৃদ্ধি পাওয়া ৩১টি ফান্ডের মধ্যে আয়ে চমক দেখানো ১৬ ফান্ডের মধ্যে ইউনিট প্রতি আয় হলো-গ্রামীনটু ৩.০৭ টাকা, রিলায়েন্সওয়ান ১.৭৫ টাকা, ভিএএমএলআরবি ১.৬১ টাকা, এবিবিফাস্ট ১.৫৬ টাকা, এনএলআইফাস্ট ১.৪৮ টাকা, আইএফআইসিফাস্ট ১.৩২ টাকা, ট্রাস্টব্যাংকফাস্ট ১.৩০ টাকা, ইবিএলএনআরবি ১.২৯ টাকা, ইবিএলফাস্ট ১.২৭ টাকা, ফাস্ট জনতা ১.২৩ টাকা, এসইএমআইবিবিএল ১.১৯ টাকা, পিএইচপিফাস্ট ১.১৪ টাকা, এফবিএফআইএফ ১.১৩ টাকা, পপুলারফাস্ট ১.০৯ টাকা, এসইএমএলএলইসি ১.০৯ টাকা এবং এক্সিমফাস্ট ১.০৮ টাকা।

আয় বৃদ্ধি পাওয়া বাকি ১৫টি ফান্ডের ইউনিট প্রতি আয় হলো-এটিসিএসএল ০.৬৭ টাকা, এসইএমএলএফবি ০.৬০ টাকা, এসইবিএলফাস্ট ০.৪৭ টাকা, আইসিবিসোনালী ০.৩৫ টাকা, প্রাইমফাস্ট ০.৩৩ টাকা, আইসিবিঅগ্রণী ০.২১ টাকা, আইসিবিথার্ডএনআরবি ০.১৫ টাকা, আইসিবিএমপ্লয়িজ ০.১৩ টাকা, আইসিবিএমসিএলটু ০.১৩ টাকা, সিএপিএমবিডি ০.১০ টাকা, পিএফফাস্ট ০.০৭ টাকা, আইএফআইএলফাস্ট ০.০৬ টাকা, সিএপিএমআইবিবিএল ০.০৬ টাকা।

এদিকে, ৯ মাসে ইউনিট প্রতি আয় হয়েছে ফাস্ট প্রাইমের ০.৮১ টাকা এবং ভিএএমএলবিডির ০.৯৯ টাকা। অন্যদিকে, মুনাফা থেকে লোকসানে যাওয়া ৫ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি লোকসান হলো-এমবিএলফাস্ট (৯ মাসে) ০.৮৫ টাকা, এলআরগ্লোবাল ০.৭৬ টাকা, এআইবিএলফাস্ট ০.৬৭ টাকা, ডিবিএইচফাস্ট ০.১০ টাকা এবং গ্রীণডেল্টা ০.০৭ টাকা।