দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড শেয়ারহোল্ডাদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর পুরোটাই নগদ লভ্যাংশ। আজ শনিবার (১৪ নভেম্বর) কোম্পানির গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
বিাদয়ী অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৬৯ পয়সা।
৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৪৬ টাকা ৩৮ পয়সা। এর আগের বছর ছিল ৪৮ টাকা ২২ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ আগামী ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফমে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি ২০১৮-১৯ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।