দেশ প্রতিক্ষণ, ঢাকা: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার মহাপরিচালক খলিল আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

আরডিএ একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দ্বারা পরিচালিত হয়। এখন সরকারি কর্মচারীরাও গ্রুপ বীমার আওতায় আসছেন যা ওই শিল্পে একটি নতুন ধারার সূচনা করছে এবং গার্ডিয়ান লাইফ এই পরিবর্তনের অংশীদার হলো। এর আওতায় আরডিএর সব কর্মচারী গ্রুপ বীমা সুবিধা পাবেন।

গ্রুপ বীমা এবং আরডিএ বগুড়ার পক্ষ থেকে মো. আব্দুস সামাদ, পরিচালক (প্রশাসন) ও শ্যামল চন্দ্র হাওলাদার, উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে মাহমুদ আফসার ইবনে হোসেন, এসভিপি এবং হেড অব কর্পোরেট সেলস ও মো. মাহফুজুর রহমান, সিনিয়র অফিসার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।