দেশ প্রতিক্ষণ, ঢাকা: চলতি ২০২০-২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত্ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের ব্যবসা বেড়েছে। তবে এ সময়ে কোম্পানিটির উত্পাদন ব্যয় দ্বিগুণেরও বেশি বাড়ায় আগের বছরের একই সময়ের তুলনায় কর পরবর্তী মুনাফা কমে গেছে।

সামিট পাওয়ার প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, এ সময়ে কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ১ হাজার ২৩২ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে রাজস্ব আয় ছিল ৭২৪ কোটি টাকা। তবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ে তুলনায় কোম্পানিটির উত্পাদন ব্যয় প্রায় ১০৭ শতাংশ বেড়ে ৯৮২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ফলে এ সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২১১ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২৫৩ কোটি টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। যেখানে এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৮ পয়সায়।