দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বেক্সিমকোর ১৩৫ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে। ঐদিন ডিএসইতে লেনদেনের চমক দেখিয়েছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির শেয়ার সর্বশেষ ৪২ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে। লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে একই গ্রুপের বেক্সিমকো ফার্মা। কোম্পানির ৮৩ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭০ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে।

লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে আছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানির ৪৭ কোটি ৫৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়েছে। লেনদেনের শীর্ষ বিশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স,

বাংলাদেশ সাবমেরিন কেবল, ফরচুজ সুজ, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিলস, নর্দার্ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।