দেশ প্রতিক্ষণ, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিবিধ খাতে ১৩টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত। এ খাতের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে গেলো সপ্তাহে বিনিয়োগকারীরা ভালো রিটার্ন পেয়েছেন। রিটার্নের হার ৯.৯ শতাংশ।ফলে বিবিধ খাতের শেয়ারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। শনিবার সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পুঁজিবাজারে ২০টি খাতের কোম্পানির মধ্যে গেলো সপ্তাহে বিনিয়োগকারীরা ১৩টি থেকে রিটার্ন পেয়েছেন। এর মধ্যে বিবিধ খাত থেকে সবচেয়ে বেশি রিটার্ন পেয়েছেন। যার হার ৯ দশমিক ৯ শতাংশ। এ খাতের বাজার মূলধনের পরিমাণ ১৩ হাজার ৭৫ কোটি টাকা।

এদিকে, রিটার্নের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিমেন্ট খাত। এ খাতের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা গেলো সপ্তাহে ৮ দশমিক ৮ শতাংশ রিটার্ন পেয়েছেন। এ খাতের বাজার মূলধন ৮ হাজার ৯৩৪ কোটি টাকা।

এছাড়া রিটার্নের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে পাট খাত। এ খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা গেলো সপ্তাহে ৮ দশমিক ৭ শতাংশ রিটার্ন পেয়েছেন। এ খাতের বাজার মূলধন দাঁড়িয়েছে ২৪৪ কোটি টাকা। সাধারণ বিমা খাতের রিটার্নের হার ৫ দশমিক ৮ শতাংশ। সেবা খাতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ৫ দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছেন।

এ খাতের বিনিয়োগকারীরা ব্যাংকে আমানতের সুদের হারের চেয়ে বেশি রিটার্ন পেয়েছে। তাছাড়া সিরামিক খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা ৪ দশমিক ৪ শতাংশ রিটার্ন পেয়েছেন। বিনিয়োগকারীরা ৪ দশমিক ৩ শতাংশ রিটার্ন পেয়েছেন টেলিকমিউনিকেশন খাতে বিনিয়োগ করে। অন্য খাতগুলোর মধ্যে ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা ২ দশমিক ৭ শতাংশ রিটার্ন পেয়েছেন।

আর্থিক খাতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা ২ দশমিক ৩ শতাংশ রিটার্ন পেয়েছেন। এছাড়া চামড়া খাতে ১ দশমিক ২ শতাংশ এবং পেপার খাতের ১ দশমিক ১ শতাংশ, জ্বালানি খাতে দশমিক ৭ শতাংশ, ভ্রমণ খাতে দশমিক ২ শতাংশ রিটার্ন পেয়েছে বিনিয়োগকারীরা। তাছাড়া অন্য খাতগুলো থেকে কোনো ধরনের রিটার্ন পায়নি বিনিয়োগকারীরা।