এম মোবারক হোসেন, দেশ প্রতিক্ষণ, ঢাকা: বিদেশি বিনিয়োগ আকর্ষণে অগ্রগতি করেছে বাংলাদেশ। মহামারি করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। তবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে। চলতি বছরের ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ বেড়েছে। ডুবতে থাকা পুঁজিবাজার ছন্দে ফিরেছে। সূচক উঠানামা করলেও সাধারণ বিনিয়োগকারীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ, বিদেশিদের লেনদেন বৃদ্ধি নতুন করে আশা জাগাচ্ছে।

এছাড়া ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিওকে কেন্দ্র করে নতুন বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খোলার প্রভাব পড়েছে বাজারে। ফলে নতুন করে আশান্বিত হচ্ছেন স্টেকহোল্ডাররা। ফলে করোনার বছর পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের রেকর্ড গড়ছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২০ সাল অর্থাৎ বিদায়ী বছরে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১০ হাজার ৩৮৭ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকা বেশি। গত তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২০ সালে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ১০ হাজার ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৭ দশমিক ৬৯ শতাংশ। এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের হয়েছিল ৭ হাজার ৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা। যা মোট লেনদেনের ৬ দশমিক ৮৯ শতাংশ ছিল।

নাম প্রকাশ না করার শর্তে বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করে এমন এক ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী বলেন, বর্তমানে যেসব বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ করছে তাদের বেশির ভাগই দীর্ঘমেয়াদি চিন্তা থেকেই বিনিয়োগ করছে। এ জন্য তারা তালিকাভুক্ত এমন কোম্পানিতে বিনিয়োগ করছে, যেসব কোম্পানির ধারাবাহিক ব্যবসায়িক প্রবৃদ্ধি রয়েছে। করোনার মধ্যে অনেক কোম্পানি ভাল মুনাফা করছে।