দেশ প্রতিক্ষণ, ঢাকা:  পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পরিচালনা পর্ষদ সৌদি টেলিকমকে (এসটিসি) জিবিপিএস ক্ষমতা হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৬X১০০ জিবিপিএস ক্ষমতা হস্তান্তর করবে সৌদি টেলিকমকে। সাবমেরিন কেবলের পশ্চিম দিকের অংশটি থেকে সৌদি আরবের ইয়ানবুতে ফ্রান্সের মার্সেই পপ পর্যন্ত এককালীন মার্কিন ডলার ফিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি টেলিকম এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের জন্য ৩৬ লাখ টাকা সরবরাহ করবে।

সৌদি টেলিকমকে উল্লিখিত পরিমাণ জিবিপিএস ক্ষমতা হস্তান্তর করার চুক্তিতে উল্লেখ করা হয়, সৌদি টেলিকমকে জিবিপিএস ক্ষমতা হস্তান্তর স্থানান্তরিত করা হলে সাবমেরিন কেবলের উপর বিএসসিসিএলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় আগামী দিনে হ্রাস পাবে এবং উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সাপেক্ষে এই স্থানান্তর কার্যকর করা হবে।