দেশ প্রতিক্ষণ, ঢাকা: দেশের পুঁজিবাজার পুরোপুরি গতিশীল। প্রতিনিয়তই নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে বাজারে। এবার বাজার মূলধনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ৫ লাখ ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। যা ডিএসইতে সর্বোচ্চ বাজার মূলধন। আগের দিনের চেয়ে বাজার মূলধন ১১ হাজার ৩৯৩ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা বেড়েছে। বুধবার (১৩ জানুয়ারি) ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯০ হাজার ৩১৬ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।

এর আগে ১২ জানুয়ারি বাজার মূলধন ১২ হাজার ৫০০ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকা বেড়ে ৪ লাখ ৯৩ হাজার ৭৫১ কোটি ১২ লাখ ৯৪ হাজার টাকায় পৌঁছায়। এদিনটি বাজার মূলধন রেকর্ড পরিমাণে অবস্থান করে। আগের দিন ১১ জানুয়ারি বাজার মূলধন ছিল ৪ লাখ ৮১ হাজার ২৫১ কোটি ৬ লাখ ৮ হাজার টাকায়।

এদিকে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৯ পয়েন্টে। অপর সূচকগুলোও ধারাবাহিকভাবে বেড়েছে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবগুলো সূচক ঊর্ধ্বমুখী।