দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগংয়ের দুই উদ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মিস আয়েশা সুলতানা ২ লাখ শেয়ার এবং উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৩ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই দুই উদ্যোক্তা পরিচালক তাদের ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবে।

উল্লেখ্য, পেনিনসুলা চিটাগাং লিমিটেড সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ০.০৫ টাকা। এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৭০ টাকা।

পেনিনসুলা চিটাগাং লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিলো ০.১৭ টাকা।একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩১.১৩ টাকা। আগের বছর একই সময়ে এনএভি ছিলো ৩০.৮৭ টাকা।