দেশ প্রতিক্ষণ, ঢাকা: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক আয়োজিত ৭ম জাতীয় কর্পোরেট গর্ভানেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ২০১৯ এ করপোরেট সুশাসনের জন্য পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৩৫টি কোম্পানিকে পুরস্কার দেয়া হয়েছে। এতে প্যারামাউন্ট টেক্সটাইল “টেক্সটাইল এবং তৈরী পোষাক কোম্পানী শ্রেণীতে” “৭তম আইসিএসবি জাতীয় পুরষ্কার ২০১৯” অর্জন করেছে। প্যারামাউন্ট টেক্সটাইলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায়, হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ৭ম জাতীয় কর্পোরেট গর্ভানেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯ এ প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড রৌপ‌্য পদক অর্জন করে।

প্রধান অতিথি মাননীয় বানিজ্য মন্ত্রী টিপু মুন্সীর কাছ থেকে কোম্পানীর সম্মানিত পরিচালক এ.এইচ.এম আব্দুর রহমান এবং এ.এইচ.এম হাবিবুর রহমান কোম্পানীর পক্ষে উক্ত পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড জুরি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস। অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট হাউসগুলির বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তি, সরকারের শীর্ষস্থানীয় পেশাদারগণ, কর্পোরেট এক্সিকিউটিভস, ইনস্টিটিউটের সদস্যগণ, মিডিয়া ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।