পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০৯ বারে ১৩ লাখ ৬৭ হাজার ৮৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এমআই সিমেন্টের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩০৩ বারে ৩ লাখ ৮৮ হাজার ৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২১ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ২৯২ বারে ৪৮ হাজার ৫২ টি শেয়ার লেনদেন করেছে।

যার বাজার মূল্য ৬১ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – জিকিউ বলপেনের ৮ দশমিক ৬১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৬১ শতাংশ, এশিয়া প্যাসফিক ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮৫ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৬০ শতাংশ, সোনালী আঁশের ৭ দশমিক ৫৪ শতাংশ ও নর্দার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭ দশমিক ৪৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।