দেশ প্রতিক্ষণ, ঢাকা: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর) ব্যবসায় লোকসান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি। এই কোম্পানিগুলো হলো: সোনারগাঁও টেক্সটাইল, বিডি সার্ভিস, উসমানিয়া গ্লাস শীট এবং জি কিউ বলপেন। এর মধ্যে সোনারগাঁও টেক্সটাইল ও বিডি সার্ভিস আগের বছর মুনাফায় ছিল।

নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি তিন মাস পর পর ব্যবসার আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করতে হয়। তারই আলোকে সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই চার কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে কোম্পানিগুলোর লোকসানের তথ্য উঠে এসেছে।

সোনারগাঁও টেক্সটাইল: ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ২৬ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে লোকসান হওয়ায় ছয় মাসের হিসেবে কোম্পানিটির লোকসানের পাল্লা ভারী হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৩৩ পয়সা।
বিডি সার্ভিস: ২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা।

আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ১ টাকা ২৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে লোকসান হওয়ায় ছয় মাসের হিসেবে কোম্পানিটির লোকসানের পাল্লা ভারী হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৬৭ পয়সা মুনাফা করে কোম্পানিটি।

উসমানিয়া গ্লাস শীট: ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ১ টাকা ৪ পয়সা। অপরদিকে ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ২ টাকা ৪০ পয়সা লোকসান করে কোম্পানিটি।

জি কিউ বলপেন: ২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয় ২১ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে লোকসান হওয়ায় ছয় মাসের হিসেবে কোম্পানিটির লোকসানের পাল্লা ভারী হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৬৯ পয়সা লোকসান করে কোম্পানিটি।