দেশ প্রতিক্ষণ, ঢাকা:  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে কমিশন কাজ করছে। এক্ষেত্রে সরকারি, বহুজাতিক ও বড় মূলধনী কোম্পানিকে আনার চেষ্টা করা হচ্ছে। আরব আমিরাতের দুবাইতে প্রথম ‘রোড শো’ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চার দিন ব্যাপি (৯-১২ ফেব্রুয়ারি) ‘রোড শো’ শুরু হবে আগামি ৯ ফেব্রুয়ারি। এতে প্রবাসি বিনিয়োগকারী, বিদেশী বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বিনিয়োগকারীদের ছোট দলের সঙ্গে সম্মেলন করবে কমিশন। এতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ও বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ, সুযোগ-সুবিধার সহজলভ্যতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

রেজাউল করিম বলেন, কৃত্রিম আর্থিক হিসাব নিয়ে কোন কোম্পানি যেনো শেয়ারবাজারে আসতে না পারে, সেলক্ষ্যে এনবিআর থেকে বিক্রির ভ্যাটের ডকুমেন্টস ও পরিশোধিত মূলধনের সত্যতা যাচাইয়ে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করা হবে। এছাড়া পাবলিক ইস্যু রুলসের সংশোধনী আনা হচ্ছে বলে জানান তিনি। যা ভালো কোম্পানি আনতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, কাট-অফ প্রাইস অতিমূল্যায়ন নির্ধারন হয় বলে বাজারে সমালোচনা আছে। এই সমস্যা সমাধানে কমিশন সোমবার কাট-অফ প্রাইস নির্ধারনের প্রক্রিয়া ঠিক করে দিয়েছে। এছাড়া নতুন শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ ধরে রাখার জন্য আইপিও শেয়ার আনুপাতিক হারে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান এই নির্বাহি পরিচালক।

তিনি বলেন, শেয়ারবাজারে লেনদেন বাড়ানোর জন্য কমিশন ডিজিটাল বুথ চালুর ব্যবস্থা করেছে। এসময় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও নির্বাহি পরিচালক মাহবুব আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।