দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি বোর্ড ৩০ সেপ্টেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে নো ডিভিডেন্ডে হতাশ হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। মিউচুয়াল ফান্ডগুলো পুঁজিবাজারে বিনিয়োগ করেও যদি লোকসানে থাকে তা হলে কি ভাবে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে আস্থা পাবে এমন প্রশ্ন বিনিয়োগকারীদের।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ০.২৬৩৬ টাকা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে (বাজার দর অনুযায়ী) ১০.৬০ টাকায়।