দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণার পর থেকে কেমন ডিভিডেন্ড আসছে এ নিয়ে ব্রোকারেজ হাউজগুলোতে নানা গুঞ্জন চলছে।

তবে একটি চক্র বাজারে গুজব রটিয়েছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক ডিভিডেন্ড আসছে। তবে এ ঘটনার কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তবে ব্যাটবিসির ডিভিডেন্ড কেন্দ্র করে ঐ চত্রটি গুজব রটিয়েছে বলে নানা সুত্রে জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহম্মেদ বলেন, একটি চক্র পুঁজিবাজারে একেক সময় একেক বিষয় নিয়ে গুজব রটিয়ে নিজেদের ফায়দা হাসিল করে। ইউনিলিভারের ডিভিডেন্ড সংক্রান্ত গুজব রটিয়েছে বলে তিনি মন্তব্য করেন।