দেশ প্রতিক্ষণ, ঢাকা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে সরকার। আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে বেসরকারি জীবন বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সংবাদ সম্মেলনের পর গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনকে রাখা হয়নি। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। ওই অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বীমা খাতের সংশ্লিষ্টরা উপস্থিত থেকে বক্তব্য রাখার সুযোগ রাখা হলেও এ সংক্রান্ত সূচিতে মোশাররফ হোসেনকে এর বাইরে রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে আইডিআরএ চেয়ারম্যানকে অনুষ্ঠানের বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায় থেকে আইডিআরএ চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে তদন্ত করা সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদের নেতৃত্বে তিন সদস্যের কমিটি করা হয়। কমিটি গঠনের সত্যতা স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাতে চাননি এবিএম রুহুল আজাদ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, ঘুষ দাবির অভিযোগে গঠিত তদন্ত কমিটিতে রুহুল আজাদ ছাড়াও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন যুগ্ম সচিব ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) জিএম পদমর্যাদার এক কর্মকর্তা সদস্য হিসেবে থাকবেন। এ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করে ডেল্টা লাইফ। আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ‘বিদ্বেষপূর্ণ আচরণেরও’ অভিযোগ আনে প্রতিষ্ঠানটি।

ওই সংবাদ সম্মেলনে ডেল্টা লাইফের নির্বাহী পরিচালক চৌধুরী কামরুল আহসান বলেন, আইডিআরএ বর্তমান চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন, যিনি একসময় ডেল্টা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, ক্ষমতার সুযোগ নিয়ে তিনি নানাভাবে ডেল্টা লাইফকে হেনস্থা করছেন।

তিনি ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার মেয়াদ নবায়নের বিষয়টি অনুমোদন করেননি। কোম্পানির পরিচালনা পর্ষদ বহিষ্কার করে প্রশাসক নিয়োগেরও হুমকি দিচ্ছেন আইডিআরএর চেয়ারম্যান। উৎকোচ দাবির অভিযোগ তুলে কোম্পানির নির্বাহী পরিচালক বলেন, বিভিন্ন বিষয় সমাধানের জন্য আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি কোম্পানির কাছে প্রথমে ২ কোটি, পরবর্তীকালে ১ কোটি ও সর্বশেষ ৫০ লাখ টাকা উৎকোচ দাবি করেন।

এ সংক্রান্ত অডিও ক্লিপ ও ট্রান্সক্রিপ্টটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ আকারে দাখিল করা হয়েছে। পরে এ বিষয়ে হাইকোর্ট বিভাগ অধিকতর তদন্ত করার আদেশ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিবা রহমান বলেন, আইডিআরএর চেয়ারম্যান আমাদের কাছে ঘুষ চেয়েছিলেন। আমরা সেই ঘুষ না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন।

আদিবা রহমান আরও বলেন, প্রথমে আইডিআরএ’র চেয়ারম্যানের বাসায় ঘুষ নিয়ে আলোচনা হয়। পরে মোবাইল ফোনে আমাদের এক কর্মকর্তার কাছে ঘুষ চেয়েছেন তিনি। আমাদের কাছে এর রেকর্ড রয়েছে।

আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তুলে ডেল্টা লাইফের সংবাদ সম্মেলনের পর গত ১১ ফেব্রুয়ারি কোম্পানিটিতে আইডিআরএর সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় আইডিআরএ।

জীবন বীমা তহবিল বাড়িয়ে দেখানো, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়সহ নানা অনিয়ম ও পলিসিহোল্ডারদের স্বার্থে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে চার মাসের জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে আইডিআরএ জানায়।

প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি এক চিঠির মাধ্যমে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষের অভিযোগকারী ডেল্টা লাইফের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট পল্লব ভৌমিককে অভিযোগ প্রত্যাহারের আদেশ দেন সুলতান-উল-আবেদীন মোল্লা। ওইদিনই দুদক চেয়ারম্যানের কাছে প্রত্যাহারের আবেদন করেন পল্লব ভৌমিক।

ঘুষ দাবির অভিযোগ প্রত্যাহারের আগে গত ১৩ ফেব্রুয়ারি গুলশান থানায় এক সাধারণ ডায়েরি করেন পল্লব ভৌমিক। সেখানে তিনি উল্লেখ করেন, ড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকে করা অভিযোগ প্রত্যাহারে প্রশাসক সুলতান-উল-আবেদিন মোল্লার উপস্থিতিতে ডেল্টা লাইফের সদ্য পদোন্নতি পাওয়া ডিএমডি মঞ্জুর এ মাওলা ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করেন।

ঘুষ দাবি ছাড়াও ড. এম মোশাররফের ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠায় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে তাকে না রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বীমা দিবসে মোশাররফের লিখিত বক্তব্যেরও অনমোদন দেওয়া হয়নি। জাতীয় বীমা দিবসের নিমন্ত্রণপত্রেও মোশাররফ হোসেনের নাম নেই।

ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। অনুষ্ঠান সূচিতে দেওয়া তথ্য অনুসারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অতিথিদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।