দেশ প্রতিক্ষণ, ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০২০ সালে ব্যবসায় ১৮ কোটি টাকা মুনাফা হয়েছে। এ পরিমাণ মুনাফা হলেও কোম্পানির শেয়ারহোল্ডাররা ১ টাকাও পাবে না। অথচ ডিভিডেন্ডের নামে বিনিয়োগকারীদের কাগজ ধরিয়ে দিচ্ছে। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও কোম্পানির পরিচালকরা লাভবান হচ্ছেন। কোম্পানির পরিচালকরা বিনিয়োগকারীদের টাকায় ব্যবসা করলেও বিনিয়োগকারীরা নি:স্ব হচ্ছে, তারা আরাম আয়েশি জীবনযাপন করছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫.৩৮ টাকা মুনাফা হয়েছে। শেয়ারবাজারে কোম্পানিটির ৩ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৪৭২টি শেয়ার রয়েছে। এহিসেবে কোম্পানিটির মোট ১৮ কোটি ২৩ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা মুনাফা হয়েছে। এদিকে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

এ কারণে শেয়ারপ্রতি ২ টাকা করে অর্থাৎ ৬ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৯৪৪ টাকা পরিশোধিত মূলধন বাড়াবে।  আর বাকি ১১ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার ৬৫৫ টাকা রিজার্ভে যোগ হবে। পরিশোধিত মূলধন এবং রিজার্ভে রাখার কারণে কোম্পানির শেয়ারহোল্ডাররা নগদ হিসাবে কিছুই পাবে। শুধুমাত্র শেয়ারহোল্ডারদের শেয়ার সংখ্যা বাড়িয়ে দিয়েই পার পাচ্ছে কোম্পানিটি।

এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ২ শতাংশ নগদ লভ্যাংশের সমান।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে। এই বিধান সত্ত্বেও গতকাল (৮ মার্চ) প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এক্ষেত্রে ৬ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৯৪৪ টাকার বোনাস শেয়ার দেবে। বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্সকে ৬ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৯৪৪ টাকার উপরে ১০ শতাংশ হারে ৬৭ লাখ ৭৭ হাজার ৪৯৪ টাকার অতিরিক্ত ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ২ শতাংশ নগদ লভ্যাংশের সমান।

এ বিষয়ে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সচিব ঝর্না পারুল বলেন, সর্বনিম্ন ৪০ কোটি টাকার পরিশোধিত মূলধনের শর্ত পরিপালনের জন্য এ বছর কোম্পানির পর্ষদ পুরোটাই বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। এই শর্ত পরিপালন করতে গিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ি অতিরিক্ত কর দিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারপরেও নগদ লভ্যাংশ দেওয়া যেত। কিন্তু আমাদের একটি ভবন নির্মাণ করা হচ্ছে, যেখানে অনেক বিনিয়োগের দরকার। তাই নগদ লভ্যাংশ দেওয়া হয়নি।