দেশ প্রতিক্ষণ, বরিশাল: বরিশালে আরও তিনজনের করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২১৮ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬৬ জন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মারা যাওয়া একজনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়।

৫৫ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। অপরজন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা যান। ৭২ বছর বয়সী ওই ব্যক্তির বাসা শহরের আমতলা মোড় এলাকায়।

এদিকে বাবুগঞ্জের বাহেরচর স্বাস্থ্য কমপ্লেকে আবদুল খালেক ব্যাপারী (৬৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য ভুতেরদিয়া গ্রামের বাসিন্দা। তিনি করোনা পজিটিভ হয়ে মারা গেছে বলে জানিয়েছেন বাহেরচর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ ডা. সুভাষ চন্দ্র সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে শনাক্তের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে এই হার অনেক বেশি। শুধু টিকা নিলেই চলবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। আক্রান্ত ৪৮ জন। ৩৯ জন ভোলায়, ১৫ জন ঝালকাঠিতে, ১৩ জন পিরোজপুরে, পটুয়াখালীতে চারজন এবং বরগুনায়ও চারজন শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৩ মাসে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৬৬ জন। এর মধ্যে বরিশালে ৫ হাজার ৩৭৬, পটুয়াখালী ১৮৪৫ জন, ভোলা ১২২৩ জন, পিরোজপুর ১৩০০ জন, বরগুনা ১০৯০ জন এবং ঝালকাঠিতে ৯৩২ জন। ২৪ ঘণ্টায় মাত্র ২৭ জন রোগী বরিশাল বিভাগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায়। মৃত ২১৮ জনের মধ্যে বরিশাল জেলায় ৯৩ জন, পটুয়াখালীতে ৪৪ জন, ভোলায় ২২ জন, পিরোজপুরে ২৭ জন, বরগুনায় ২২ জন এবং ঝালকাঠিতে ২০ জন।’