দেশ প্রতিক্ষণ, ঢাকা: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩৯.৬৮ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪০ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৯ লাখ ৫৭ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৪ দশমিক ১৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ২৪ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকা।

প্রভাতি ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩২ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬৭ কোটি ১১ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে।

যা গড়ে প্রতিদিন ১৩ কোটি ৪২ লাখ ৩৯ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।