দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড সমাপ্ত ২০২০ হিসাব বছরে ২১ কোটি ৬১ লাখ ৩ হাজার ৭৪ টাকার মুনাফা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭২ টাকা ডিভিডেন্ড দেবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (১১ এপ্রিল) ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২০ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ক্যাশ ১ টাকা ডিভিডেন্ড পাবেন বিনিয়োগকারীরা।

বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭২টি। সেই হিসাবে বিনিয়োগকারীরা ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭২ টাকা ডিভিডেন্ড পাবেন। আগামী ২৪ জুন। ওই দিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ মে।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বিদায়ী ২০২০ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৩৯ পয়সা।

সর্বশেষ হিসাব অনুযায়ী উদ্যোক্ত পরিচালকদের কাছে রয়েছে কোম্পানিটির ৩১.৫৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫.৪৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১.৯৮ শতাংশ শেয়ার।