দেশ প্রতিক্ষণ, বরিশাল: বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে মারণঘাতী এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ রোগী। গত বুধবার বেলা ১২টা থেকে আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১২টা পর্যন্ত শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তারা মৃত্যুবরণ করেন।

হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য দেশ প্রতিক্ষণকে নিশ্চিত করে জানিয়েছে, মারা যাওয়া ৯ জনের মধ্যে দুইজন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ৭ জন উপসর্গ নিয়ে মারা গেলে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

সূত্রটি জানায়, একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন রোগী। এছাড়া বিকেল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৫০ রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৩৬ জন করোনা আক্রান্ত। তাদের করোনা ওয়ার্ডের আইসিইউ বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’