দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ১০৩ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর মধ্যে ৫ কোম্পানির বিশাল শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো: আল আরাফা ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, এইচআর টেক্সটাইল ও ফরচুন সুজ লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি টাকার। এরপর বিশাল লেনদেন হয়েছে পূবালী ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৯ লক্ষ টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫ কোটি ৬০ হাজার টাকার।

চতুর্থ সর্বোচ্চ এইচআর টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ২৮ লক্ষ ৩৪ হাজার টাকার। পঞ্চম সর্বোচ্চ শেয়ার লেনদেন হয়েছে ফরচুন সুজের ৩ কোটি ২৭ লক্ষ ৫০ হাজার টাকার।

এছাড়া, সিটি ব্যাংকের ২ কোটি ৮২ লক্ষ টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২ কোটি ৬৬ লক্ষ ৬০ হাজার টাকার, এসএস স্টিলের ২ কোটি ৪৩ লক্ষ ৭ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৩১ লক্ষ টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ৫৮ লক্ষ ৭৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৩৫ লক্ষ ১৯ হাজার টাকার, ফাইন ফুডসের ৯১ লক্ষ ৮০ হাজার টাকার,

কেয়া কসমেটিকের ৯১ লক্ষ ২০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৮৭ লক্ষ ৪০ হাজার টাকার, ডমিনেজের ৭০ লক্ষ ৮০ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৬১ লক্ষ ৬২ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ৫১ লক্ষ ৭৯ হাজার টাকার, আমরা নেটের ৫০ লক্ষ ২৮ হাজার টাকার, আরএকে সিরামিকের ৪৮ লক্ষ টাকার, আলিফের ৪৭ লক্ষ ৬০ হাজার টাকার, তৌফিকার ৪৪ লক্ষ টাকার,

কাট্টালি টেক্সটাইলের ৪৩ লক্ষ টাকার, লাফার্জ হোলসিমের ৩৭ লক্ষ টাকার, সাফকো স্পিনিংয়ের ৩০ লক্ষ টাকার, শাহজিবাজার পাওয়ারের ২৭ লক্ষ ৬৫ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ২২ লক্ষ ৫০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ২১ লক্ষ ৭৫ হাজার টাকার, বীচ হেচারীর ২১ লক্ষ ২০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৯ লক্ষ ৯৮ হাজার টাকার, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লক্ষ টাকার,

সাউথইস্ট ব্যাংকের ১২ লক্ষ ৫৫ হাজার টাকার, ডরিন পাওয়ারের ১২ লক্ষ ১৪ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ১০ লক্ষ ২৮ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৮ লক্ষ ৮৫ হাজার টাকার, আমান ফিডের ৮ লক্ষ ৭২ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৮ লক্ষ ৩০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৭ লক্ষ ৯৫ হাজার টাকার, এডিএন টেলিকমের ৭ লক্ষ ৩০ হাজার টাকার, বেক্সিমকোর ৭ লক্ষ টাকার,

সাইফ পাওয়ারের ৬ লক্ষ ৬০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৬ লক্ষ ১৯ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৬ লক্ষ ২ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ লক্ষ ৩৪ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৫ লক্ষ ১৪ হাজার টাকার, বিডি ল্যাম্পের ৫ লক্ষ ১২ হাজার টাকার, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৫ লক্ষ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলমগীর কবিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে তদন্ত করে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেয়।

হাইকোর্ট বেঞ্চের রুলে আলমগীর কবিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে বিবাদীদের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং গত ১ অগাস্ট পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে চাওয়া হয়েছে। অর্থ সচিব, দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যংকের গভর্নর, ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের ডেপুটি গভর্নর, সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রীমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনের পক্ষে শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। আগামী ১৭ নভেম্বর পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে বলে জানান রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ বলেন, আলমগীর কবিরের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনা হলেও দুদক, বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

অথচ এমন অভিযোগ উঠলে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৬ ধারায় এবং দুদক আইন ২০০৪ এর ১৯ ধারায় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা থাকলেও দুদক বা বংলাদেশ ব্যাংক তাকে অপসারণ করে তদন্তের ব্যবস্থা গ্রহণ করেনি। যে কারণে ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থে রিট আবেদনটি করা হয়েছে।

প্রসঙ্গত, আলমগীর কবিরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্তে বাংলাদেশ ব্যাংক, দুদকের কাছে আবেদন করেও সাড়া মিলছে না, এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হলে গতকাল সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর পক্ষ থেকে রিট আবেদনটি করেন আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভুইয়া ও মো. মাহবুবুল ইসলাম।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভার ২১ আগষ্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২১ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদনের পর প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭২ পয়সা।

ডিএসই পাঁচ খাতের লেনদেনে মন্ধাভাব: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ব্যাংক খাতের বড় উত্থানের দিনে পাঁচ খাতের লেনদেনে মন্ধাভাব বিরাজ করছে। আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে বড় চাঙ্গাভাব বিরাজ ছিল। এদিন পুঁজিবাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

তবে আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে ২৮০ কোটি টাকারও বেশি। মূলত পাঁচ খাতের কারণে লেনদেনে পিছুটান দেখা দিয়েছে।  খাতগুলো হলো: আর্থিক, বিবিধ, বস্ত্র, প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাত। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আর্থিক খাত: আজ আর্থিক খাতে লেনদেন হয়েছে ১৩১ কোটি ১০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ১৫২ কোটি ৭০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ২১ কোটি ৬০ লাখ টাকা।

বিবিধ খাত: বিবিধ খাতে আজ লেনদেন হয়েছে ৬১ কোটি ১০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ৭৭ কোটি ১০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ১৬ কোটি টাকা।

বস্ত্র খাত: বস্ত্র খাতে আজ লেনদেন হয়েছে ১৫৮ কোটি ২০ লাখ টাকা আগেরদিন লেনদেন হয়েছে ১৭২ কোটি ৯০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ১৪ কোটি ৭০ লাখ টাকা।

প্রকৌশল খাত: প্রকৌশল খাতে আজ লেনদেন হয়েছে ৯৮ কোটি ৮০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ১১০ কোটি ৯০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ১২ কোটি ১০ লাখ টাকা।

ওষুধ ও রসায়ন খাত: ওষুধ ও রসায়ন খাতে আজ লেনদেন হয়েছে ৮৩ কোটি ৮০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ১০ লাখ টাকা। আজ লেনদেন কমেছে ৪ কোটি ৩০ লাখ টাকা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১১ শতাংশ সম্পদ মূল্য বেড়েছে: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সম্পদের পুনর্মূল্যায়ন করেছে। এতে প্রায় ১১ শতাংশ সম্পদের মূল্য বেড়েছে কোম্পানিটির। সোমবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত এ কোম্পানির বোর্ড সভায় সম্পদ পুনর্মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন অনুমোদনের পর প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুক ভ্যালু অনুসারে কোম্পানিটির সম্পদের মূল্য ৬৪৮ কোটি ৪৪ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর এই সম্পদের মূল্য দাঁড়িয়েছে, ৭২১ কোটি ৩ লাখ টাকা। পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত হচ্ছে- ৭২ কোটি ৫৯ লাখ টাকা।

বুকভ্যালুতে কোম্পানিটির জমির মূল্য ৪৭ কোটি ৯১ লাখ টাকা। পুনর্মূল্যায়নে এর মূল্য দাঁড়িয়েছে ১১০ কোটি ৬ লাখ টাকা। মূল প্ল্যান্ট ও মেশিনারিজের বুকভ্যালু ৫৬ কোটি ৩৬ লাখ টাকা। পুনর্মূল্যায়নে এর মূল্য হয়েছে ৫৬ কোটি ৭০ লাখ টাকা।

এভাবে বিল্ডিং ও অন্যান্য কাঠামোর মূল্য ৩৩ কোটি ৫২ লাখ টাকা থেকে বেড়ে ২০ লাখ ৭৯ হাজার টাকা হয়েছে। তবে পুনমূল্যায়নে (অবচয়জনিত কারণে) অফিস ইক্যুইপমেন্ট, আসবাবপত্র ও যানবাহনের মূল্য ৪ কোটি ৩৩ লাখ টাকা থেকে কমে ৩ কোটি ১৫ লাখ টাকা হয়েছে।

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে । এজন্য কোম্পানিটি ২৭ কোটি ৩৭ লাখ টাকা বিনিয়োগ করবে। এর ফলে প্রতি বছর কোম্পানিটির উৎপাদন বাড়বে ২,৪১৭ মেট্রিক টন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটিকে ১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য ডেসকো অনুমোদন পত্র দিয়েছে। যা কোম্পানির ব্যবসা সম্প্রসারণের কাজে সহয়তা করবে। নিজস্ব সম্পদ এবং ধার করা অর্থ দিয়ে কোম্পানিটি নতুন প্রকল্পে অর্থায়ন করবে।

নতুন প্রকল্পের কাজ ২০২২ সালে শুরু করা যাবে বলে কোম্পানিটি আশা করছে। কোম্পানিটির সম্প্রসারণের কাজ সম্পন্ন হওয়ার পর প্রতি বছর উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৪ হাজার ৭২৫ মেট্রিক টন। কোম্পানিটি আরও জানিয়েছে, উৎপাদিত অতিরিক্ত পণ্য আমদানি করা পণ্যের জায়গা সরাসরি প্রতিস্থাপন করবে। যা কোম্পানিটির মর্কেট শেয়ার ২৫ থেকে ৫২ শতাংশ বৃদ্ধি করবে।

ঢাকা ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৪ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সভায় ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদনের প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬৭ পয়সা।

বীচ হ্যাচারির মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেডের শেয়ার দও মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে এমনটিই জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি বীচ হ্যাচারির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১৬ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পরর্যবেক্ষণে দেখা যায়, গত ১৮ জুলাই ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৭০ পয়সা । ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়। কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

ব্যাংক-বিমার উত্থানের দিনে সূচক বাড়লেও লেনদেন কমেছে: ব্যাংক-বিমা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের চমকের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচক ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১১৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বস্ত্র, আর্থিক এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। আর তাতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয় সূচক ওঠানামার মধ্য দিয়ে। এরপর ব্যাংক-বিমা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের বাকি লেনদেন হয়।

এদিন ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠানের সবকটির শেয়ারের দাম বেড়েছে। আর বিমা খাতের ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির। এছাড়াও মিউচ্যুয়াল ফান্ড খাতের ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৫টির। ফলে বেশ কিছুদিন ধরে আস্থাহীনতায় থাকা ব্যাংক, বিমা এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার কেনায় আগ্রহ বেশি ছিল বিনিয়োগকারীদের।

এই তিন খাতের শেয়ারে আগ্রহের ফলে মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ৪২২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৭৪টি প্রতিষ্ঠানের ৯৮ কোটি ৭১ লাখ ১০ হাজার ৮০৮টি শেয়ারের হাতবদল হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২টি, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির প্রতিষ্ঠানের শেয়ারের। তাতে লেনদেন হয়েছে ২ হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ ৬৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে কম।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৭ কোটি টাকার। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে একই মালিকানাধীন গ্রুপের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক। মঙ্গলবার ব্যাংকটির লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার।

এরপরে সর্বোচ্চ লেনদেন হয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের শেয়ার। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৬ কোটি টাকা। এরপর ক্রমান্বয়ে ছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ব্যাংক, অরিয়ন ফার্মা, কেয়া কসমেটিকস, রিং শাইন, জিবিবি পাওয়ার এবং ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬২টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ১০৯ কোটি ৭০ লাখ ৩৫হাজার ৯৪৩ টাকা।

পুঁজিবাজারে ইস্যুতে অর্থমন্ত্রণালয়ের নির্দেশ লঙ্গন করেছে বাংলাদেশ ব্যাংক: গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের বিনিয়োগের তথ্য দৈনিক ভিত্তিতে প্রেরণের একটি নির্দেশনা জারি করেছে। কিন্তু পুঁজিবাজার ইস্যুতে নির্দেশনাটি জারি করতে গিয়ে অর্থমন্ত্রণালয়ের নির্দেশনা লংঘন করেছে প্রতিষ্ঠানটি।

অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছিল, পুঁজিবাজারে প্রভাব ফেলতে পারে এমন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে আলোচনা করে নিতে হবে। কিন্তু ব্যাংকগুলোর বিনিয়োগের তথ্য দৈনিকভিত্তিতে জমা দেওয়া সংক্রান্ত নির্দেশনাটি জারির ক্ষেত্রে বিএসইসির সাথে কোনো আলোচনাই করেনি বাংলাদেশ ব্যাংক।

পুঁজিবাজার সংক্রান্ত ইস্যুতে শুধু এবারই নয়, বিএসইসিকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় ব্যাংক এর আগেও এই ধরনের বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তাতে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বাজার অস্থির হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। আর তোপের মুখে পড়েছে বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জ। এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও এর সহযোগি প্রতিষ্ঠানের বিনিয়োগ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংককে জানানোর নির্দেশে ক্ষুব্ধ ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও কর্মকর্তারাও।

ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের বক্তব্য হলো, সহযোগী প্রতিষ্ঠানে মানে হচ্ছে সেটি আলাদা একটি সত্ত্বা। পুঁজিবাজারে সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সংক্রান্ত তথ্য জানানোর প্রয়োজন হলে তারা তা সরাসরি প্যারেন্ট কোম্পানিকে (নিজ নিজ ব্যাংক) জানাবে। বাংলাদেশ ব্যাংক তাদের কাছে সরাসরি তথ্য চাইতে পারে না।

ব্যাংকগুলো তাদের সহযোগী প্রতিষ্ঠানকে কী পরিমাণ ঋণ দিচ্ছে, সেই তথ্য চাইতে পারে বাংলাদেশ ব্যাংক। কিন্তু সাবসিয়ারি কোম্পানিগুলো প্রতিদিন কী পরিমাণ টাকার শেয়ার কেনা-বেচা করছে, কী কী শেয়ার কিনতে সে তথ্য জানতে চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এই ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশ পেলে কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিনিয়োগে স্বাচ্ছন্দ্যবোধ করবে না। এটি বাজারের স্থিতিশীলতা ও গতিকে ব্যাহত করতে পারে।

এদিকে বাংলাদেশ ব্যাংক দাবি করছে, পুঁজিবাজারসহ অনুৎপাদনশীল খাতে ব্যাংকের বিনিয়োগ তদারকির লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে। তাদের আশঙ্কা, মহামারি করোনার ক্ষতিপূরণ পুষিয়ে নিতে উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য স্বল্প সুদে শিল্প-প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিয়েছে সরকার। সেই ঋণের বড় অংশই পুঁজিবাজারসহ অনুৎপাদনশীল খাতে চলে গেছে। এজন্য পুঁজিবাজারের ব্যাংক এবং ব্যাংকগুলোর সহযোগি প্রতিষ্ঠানের বিনিয়োগ তথ্য প্রাপ্তি বাংলাদেশ ব্যাংকের জন্য জরুরী হয়ে পড়েছে।

কিন্তু বিষয়টিকে সংশ্লিষ্টরা পুঁজিবাজারে বাংলাদেশ ব্যাংকের অনাকাঙ্খিত হস্তক্ষেপের চেষ্টা বলে মনে করছেন। এতে বাজারে ভুল বার্তা যেতে পারে এবং বাজারে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই ধরনের যে কোনো প্রজ্ঞাপন জারির আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাথে পূর্ব-আলোচনা করে নেওয়ার নির্দেশনা থাকলেও বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে অর্থমন্ত্রণালয়ের ওই নির্দেশনা মানেনি।

উল্লেখ, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি জারি করা অর্থমন্ত্রণালয়ের আলোচিত নির্দেশনায় বলা হয়েছিল, পুঁজিবাজার বা তৎসংশ্লিষ্ট যে কোনো বিষয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের যে কোনো প্রজ্ঞাপন বা নীতি জারি করার আগে বিএসইসির সাথে আলোচনা, পরামর্শ ও সমন্বয় করতে হবে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য।

বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, দুই স্টক এক্সচেঞ্জ এবং সংশ্লিষ্ট পেশাজীবি প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, অর্থমন্ত্রণালয়ের নির্দেশনা পরিপালনের জন্যেই শুধু নয়; দেশের পুঁজিবাজার ও মুদ্রাবাজারের স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের জন্যেও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে আলোচনা, পরামর্শ ও সমন্বয় প্রয়োজন। দুঃখজনকভাবে বাংলাদেশ ব্যাংক কোন কোন ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না।

সংশ্লিষ্ট সকলে আশা করছেন, সবাই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সমন্বয় নিশ্চিত করবে এবং পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্ত ও নির্দেশনা পুনর্বিবেচনা করবে।

চাঙ্গাভাব পুঁজিবাজারে বিপরীতমুখী অবস্থানে রবি-গ্রামীণফোন: পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিকমিনিউকেশন খাতের দুই বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা ও গ্রামীণফোন। প্রতিষ্ঠান দুটি একই গ্রুপের এবং অভিন্ন ব্যবসায় জড়িত। তবে আজ প্রতিষ্ঠান দুটিকে বিপরীতমূখী অবস্থানে থাকতে দেখা গেছে। প্রতিষ্ঠান দুটি আজ সূচকের উত্থান এবং পতন ঘটাতে দুই মেরুতে অবস্থান নিয়েছে।

গ্রামীণফোন আজ সূচককে টেনে ধরতে চাইলেও রবির আজিয়াটা ছিলো তার বিপরীত মূখী। আগেরদিন রবি সূচক টেনে ধরার তালিকায় থাকলেও আজ সূচক চাঙ্গা রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় ছিল। আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ মঙ্গলবার গ্রামীণফোন সূচক টেনে ধরার চেষ্টায় নেতিবাচক অবদান রেখেছে ৩.৮৪ পয়েন্ট। কিন্তু রবি আজিয়াটা সূচককে চাঙ্গা রাখতে অবদান রেখেছে ৮.৭৫ পয়েন্ট। এতে করে টেলিকমিনিউকেশন খাত আজ সূচক নামানোর চেয়ে উঠানোতেই বেশি অবদান রেখেছে। আর এই অবদানটি বেশি ছিলো রবি আজিয়াটার।

এর আগে গত কয়েকদিন রবির টানা পতনে ছিল বিধায় কোম্পানিটির বিরুদ্ধে ডিএসইর সূচক টেনে ধরার অভিযোগ ছিলো। জানা গেছে, আজ ডিএসইতে রবি আজিয়াটার শেয়ার দর বেড়েছে ২.৪০ শতাংশ। আর গ্রামীণ ফোনের শেয়ার দর কমেছে ০.৪৭ শতাংশ।

ডিএসই তিন কোম্পানির লেনদেনের রেকর্ড: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। আজ রেকর্ড পরিমান লেনদেন হতে দেখা গেছে শীর্ষ দশে উঠে আসা তিন কোম্পানির। কোম্পানি তিনটির মধ্যে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এবং কেয়া কসমেটিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স : ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের লেনদেন হয়েছে ৭৫ লাখ ৬৫ হাজার ৩০৯টি শেয়ার। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ৮ জুন শেয়ারটির লেনদেন হয়েছিল ৬৪ লাখ ৬৯ হাজার ৯৫৫টি শেয়ার। আগেরদিন ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দর ছিল ৬৭ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ৬৯ টাকা।

দর বেড়েছে ২.৮৩ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা। ২০২১ অর্থবছরে ছয় মাসে (জানুয়ারি’২১-জুন’২১) দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সায়।

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক : ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের লেনদেন হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৩৬৯টি শেয়ার। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২৭ মে শেয়ারটির লেনদেন হয়েছিল ৩ কোটি ১৬ লাখ ৯১ হাজার ৫২৩টি শেয়ার।

আগেরদিন ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের শেয়ার দর ছিল ১১ টাকায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ১২ টাকা ১০ পয়সা। দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ । ২০২১ অর্থবছরে ছয় মাসে (জানুয়ারি’২১-জুন’২১) দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৬ পয়সায়।

কেয়া কসমেটিক্স : আজ ডিএসইতে কেয়া কসমেটিক্সের লেনদেন হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৮০০টি শেয়ার। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। এর গতকাল ১৬ আগস্ট লেনদেন হয় ৫ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ২৬০টি শেয়ার। ২০২০-২১ অর্থ বছরে কোম্পানিটি কোন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।

ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ড খাতের শেয়ারে সুবাতাস: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ড খাতের শেয়ারে সুবাতাস বইছে। তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ড অন্যতম প্রধান দুই খাত। গত কয়েক দিন যাবত এই দুই খাতে ছিল মন্দাভাব। লেনদেনও ছিল অনেক পিছিয়ে। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস এই দুই খাত চমক দেখিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আজ ব্যাংক খাতে বেড়েছে শতভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। আর মিউচ্যুয়াল ফান্ড খাতের ১টি ছাড়া বেড়েছে সবগুলো প্রতিষ্ঠানের ইউনিট দর। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ব্যাংক খাতে সবগুলো প্রতিষ্ঠানের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ এই খাতে লেনদেন হয়েছে ৪৫২ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৭.৬০ শতাংশ।

আজ ব্যাংক খাতে সবচেয়ে বেশি শেয়ার দর বাড়তে দেখা গেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের। আজ ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এছাড়াও সাউথ বাংলা ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ এবং স্টান্ডার্ড ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৬৮ শতাংশ।

আজ মিউচ্যুয়াল ফান্ডেরও দর বেড়েছে একটি প্রতিষ্ঠান ব্যতীত সবগুলো প্রতিষ্ঠানের। তবে একটির দর না বাড়লেও প্রতিষ্ঠানটির ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপরিবর্তিত থাকা ফান্ডটির হলো আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৩৭ লাখ টাকা বা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৩ শতাংশ।