দেশ প্রতিক্ষণ, ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ফান্ডের অর্থ দিয়ে কন্টিনিউয়াস কাস্টিং অ্যান্ড রোলিং (সিসিআর) মেশিন ক্রয় করে সফলভাবে স্থাপন সম্পন্ন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ। এখন মেশিনগুলো দিয়ে পুরোদমে বাণিজ্যিক উৎপাদন শুরু করায় প্রস্তুত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিসিআর মেশিন থেকে বছরে কোম্পানিটির ১ হাজার ২০০ টন উৎপাদন হবে। যার আনুমানিক মূল্য ১১০ কোটি টাকা। বছরে উৎপাদিত পর্ণ ১৮০ কোটি টাকার কাছাকাছি বিক্রি করতে পারবে কোম্পানিটি। এতে কোম্পানিটির বিক্রি ১৬০ শতাংশ বৃদ্ধি পাবে।

আরো পড়ুন পুঁজিবাজারের সব খবর

• ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা হলেন শওকত জাহান খান

• আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর

• মিথুন নিটিংয়ের উৎপাদন বন্ধ, তবে কি কারসাজি!

• পুঁজিবাজারে বিশেষ তহবিলে বিনিয়োগ তথ্য মাসিক ভিত্তিতে চায় কেন্দ্রীয় ব্যাংক

• ডিএসই পাঁচ কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও

• ডিএসই’র শোকজের কবলে দুই কোম্পানি

• আইপিও ফান্ডের টাকায় মেশিন ক্রয় করেছে কপারটেক

• ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির লেনদেনের শীর্ষে