দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থান হয়েছে। ফলে ১০ খাতের শেয়ারে সুবাতাস বইছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ১০ খাতের শেয়ারে তেজিভাব দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। খাতগুলো হলো: ব্যাংক, আর্থিক, তথ্য প্রযুক্তি, প্রকৌশল, সিমেন্ট, জ্বালানি, বিবিধ, ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক ও বস্ত্র।

আর্থিক খাত: আর্থিক খাতের লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৮টির বা ৮১.৮২ শতাংশ কোম্পানির। দর কমেছে ৩টির বা ১৩.৬৪ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৪.৫৫ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালের ৯.৯২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩.০৯ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ২.৯৮ শতাংশ, বে-লিজিংয়ের ২.৮৬ শতাংশ, আইডিএলসির ২.৩১ শতাংশ।

তথ্য প্রযুক্তি খাত: তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৯টির বা ৮১.৮২ শতাংশ কোম্পানির। দর কমেছে ১টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি বেড়েছে এডিএন টেলিকমের ১০ শতাংশ,

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কোর ৪.৫৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৩.৮১ শতাংশ, বিডিকমের ৩.৭১ শতাংশ, ই-জেনারেশনের ২.৮৫ শতাংশ, আইটি কনসালটেন্টসের ২.৫৫ শতাংশ।

প্রকৌশল খাত: প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৩১টির বা ৭৫.৬১ শতাংশ কোম্পানির। দর কমেছে ৬টির বা ২১.৯৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ২.৪৪ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে ডমিনেজ স্টিলের ৯.৮২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৬০ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৩.৫০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ২.৫০ শতাংশ।

সিমেন্ট খাত: সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫টির বা ৭১.৪৩ শতাংশ কোম্পানির। দর কমেছে ২ টির বা ২৮.৫৭ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে মেঘনা সিমেন্টের ৬.০১ শতাংশ, লাফার্জ হোলসিমের ৪.৫৭ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.২৩ শতাংশ।

জ্বালানি খাত: জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬টির বা ৬৯.৫৭ শতাংশ কোম্পানির। দর কমেছে ৭ টির বা ৩০.৪৩ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি বেড়েছে ডরিন পাওয়ারের ৯.৯৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.২৪ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৩.৩০ শতাংশ।

বিবিধ খাত: বিবিধ খাতের ১৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টির বা ৬৯.২৩ শতাংশ কোম্পানির, দর কমেছে ৪টির বা ৩০.৭৭ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে বেক্সিমকো লিমিটেডের ৩.৬৩ শতাংশ, এসকে ট্রিমসের ২.৫৯ শতাংশ, বার্জার পেইন্টসের ১.৮২ শতাংশ।

ওষুধ ও রসায়ন খাত: ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮টির বা ৬০ শতাংশ কোম্পানির। দর কমেছে ৮টির বা ২৬.৬৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৪ টির বা ১৩.৩৩ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে এমবি ফার্মার ৮.৭৪ শতাংশ, ফার্মা এইডের ৮.৭৪ শতাংশ, লিবরা ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৫.৫১ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৩.৩০ শতাংশ, এএফসি এগ্রোর ২.৫২ শতাংশ।

খাদ্য ও আনুষঙ্গিক খাত: খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩টির বা ৬৫ শতাংশ কোম্পানির। দর কমেছে ৬টির বা ৩০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১ টির বা ৫ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে এপেক্স ফুডের ৯.০৮ শতাংশ, এএমসিএল প্রাণের ৮.৭৪ শতাংশ, ফাইন ফুডের ৬.২১ শতাংশ।

বস্ত্র খাত: বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৩টির বা ৫৫.৯৩ শতাংশ কোম্পানির। দর কমেছে ২০ টির বা ৩৩.৯০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৬টির বা ১০.১৭ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি বেড়েছে এপেক্স স্পিনিংয়ের ৯.৯৭ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৯.৯৫ শতাংশ, দেশ গার্মেন্টস এর ৯.১৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৭.৭২ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৩.১৭ শতাংশ।

ব্যাংক খাত: ব্যাংক খাতের ৩২টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৮টির বা ৫৬.২৫ শতাংশ কোম্পানির। দর কমেছে ৫ টির বা ১৫.৬৩ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৯টির বা ২৮.১৩ শতাংশ কোম্পানির। দর বেশি বেড়েছে সোস্যাল ইসলামি ব্যাংকের ২.০৪ শতাংশ, এক্সিম ব্যাংকের ১.৫৩ শতাংশ।

পুঁজিবাজারের আরও খবর পড়তে ক্লিক করুন

পুঁজিবাজারে তিন কোম্পানির বন্ড অনুমোদন

আট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন স্থগিত সোমবার

৯ কোম্পানির শেয়ার সম্পদ মূল্য নেগেটিভ, বিনিয়োগ ঝুঁকিতে!

ইউনিয়ন ব্যাংকের আইপিও অনুমোদন

কৃষিবিদ ফিডের অর্থ উত্তোলনের অনুমোদন

পুঁজিবাজারে তিন কোম্পানির বন্ড অনুমোদন

বেক্সিমকো লিমিটেডের ১৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

ব্লক মার্কেটে ৫ কোম্পানির লেনদেনের চমক

সোমবার ওয়ালটন হাইটেকের লেনদেন চালু

প্রাইম ফাইন্যান্সের জমি অধিগ্রহণ করেছে সরকার