দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের চার কোম্পানিটতে আগস্ট মাসে উদ্যোক্তা শেয়ার কমেছে। এই চার কোম্পানির মধ্যে রয়েছে সিটি ইন্সুরেন্স, ইস্টল্যান্ড ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স এবং মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এই চার কোম্পানির মধ্যে গত একমাসে সর্বোচ্চ ৩.২৮ শতাংশ থেকে সর্বনিন্ম ০.১০ শতাংশ পর্যন্ত উদ্যোক্তা শেয়ার কমেছে।

সিটি ইন্সুরেন্স : কোম্পানিটিতে জুলাই মাসে উদ্যোক্তা শেয়ার ছিল ৩৬.০৬ শতাংশ। যা আগস্ট মাসে ৩.২৮ শতাংশ কমে ৩২.২৪ শতাংশে দাঁড়িয়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ টাকা ৫০ পয়সায়। শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ২৯.৯৪ পয়েন্টে।

সর্বশেষ কোম্পানিটি ছয় মাসে (জানুয়ারি-জুন’২১) শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিলো ২৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৪ পয়সায়।

মার্কেন্টাইল ইন্সুরেন্স: কোম্পানিতে জুলাই মাসে উদ্যোক্তা শেয়ার ছিল ৩৪.১৯ শতাংশ। যা আগস্ট মাসে ২.৩৭ শতাংশ কমে ৩১.৮২ শতাংশে দাঁড়িয়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ারলেনদেন হয়েছে ৫৩ টাকা ৭০ পয়সায়। শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৩৩.৮০ পয়েন্টে।

সর্বশেষ কোম্পানিটি ছয় মাসে (জানুয়ারি-জুন’২১) শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৭৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিলো ৪০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৫ পয়সায়।

ইস্টল্যান্ড ইন্সুরেন্স: কোম্পানিতে জুলাই মাসে উদ্যোক্তা শেয়ার ছিল ৪৩.১৩ শতাংশ। যা আগস্ট মাসে ২ শতাংশ কমে ৪১.১৩ শতাংশে দাঁড়িয়েছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ টাকা ৮০ পয়সায়। শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ২৮.৫৩ পয়েন্টে।

সর্বশেষ কোম্পানিটি ছয় মাসে (জানুয়ারি-জুন’২১) শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৭৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিলো ৭৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য দেখিয়েছে ২১ টাকা ২২ পয়সায়।

জনতা ইন্সুরেন্স: কোম্পানিতে জুলাই মাসে উদ্যোক্তা শেয়ার ছিল ৩৮.২৯ শতাংশ। যা আগস্ট মাসে ০.১০ শতাংশ কমে ৩৮.১৯ শতাংশে দাঁড়িয়েছে।সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৪ টাকা ৫০ পয়সায়। শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ২৭.৮১ পয়েন্টে।

সর্বশেষ কোম্পানিটি ছয় মাসে (জানুয়ারি-জুন’২১) শেয়ার প্রতি আয় দেখিয়েছে ৯৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিলো ৭০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৩ পয়সায়।