দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে আগের দিনের চেয়ে আজ লেনদেন কমেছে ১২৯ কোটি টাকারও বেশি। তা সত্ত্বেও আজকের বাজারে চার খাতের লেনদেনে চাঙ্গাভাব দেখা দিয়েছে।

খাতগুলো হলো- তথ্য প্রযুক্তি, ওষুধ ও রসায়ন, বিবিধ এবং ট্যানারী খাত। আজ সর্বোচ্চ লেনদেন বেড়েছে তথ্য প্রযুক্তি খাতে। তথ্য প্রযুক্তি খাতে আজ লেনদেন হয়েছে ৯৪ কোটি ৫০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ২৯ কোটি টাকা। আজ লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৫০ লাখ টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে ওষুধ ও রসায়ন খাতে।

এ খাতে আজ লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৪০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছে ৮৫ কোটি ২০ টাকা। আজ লেনদেন বেড়েছে ৫২ কোটি ২০ লাখ টাকা। এছাড়া, আগের দিনের তুলনায় আজ বিবিধ খাতে খাতে লেনদেন বেড়েছে ৯ কোটি ৮০ লাখ টাকা এবং ট্যানারি খাতে ২ কোটি ৯০ লাখ টাকা।