দেশ প্রতিক্ষণ, ঢাকা: পুঁজিবাজারে তালিকভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিএমআরই প্রকল্প সম্প্রসারণ এবং নতুন প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কারখানার উৎপাদন ক্ষমতা বাড়াতে মূলধনী যন্ত্রপাতি, সিভিল কনস্ট্রাকশন এবং অন্যান্য কাজের জন্য ৮ কোটি ৫৪ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। কোম্পানিটির নতুন বিনিয়োগের কারণে মাসে অতিরিক্ত ৭ কোটি টাকার রাজস্ব বাড়াতে সাহায্য করবে। মেয়াদী ঋণ সুবিধার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় পণ্য আমদানি করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে।